ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মুন্নুকে দেখতে হাসপাতালে ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, মার্চ ৮, ২০১৭
মুন্নুকে দেখতে হাসপাতালে ফখরুল মুন্নুকে দেখতে হাসপাতালে ফখরুল

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ খান মুন্নুকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৮ মার্চ) সন্ধ্যায় চিকিৎসাধীন হারুনুর রশীদ খান মুন্নুর পাশে কিছু সময় কাটান তিনি। মুন্নুর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা সত্যেন কান্তি পণ্ডিত ভজন ও বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।
 
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রবীণ রাজনীতিক হারুন অর রশীদ খান মুন্নু বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।