ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

জলঢাকা ভাইস চেয়ারম্যান হলেন জামায়াতের ফয়সাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মার্চ ৬, ২০১৭
জলঢাকা ভাইস চেয়ারম্যান হলেন জামায়াতের ফয়সাল

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ (টিউবয়েল প্রতীক) ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু পেয়েছেন ১৫ হাজার ১৩৩ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ পান ১৪ হাজার ১৩৩ ভোট।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দীন এ ফল ঘোষণা করেন।

** কলারোয়ায় ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী
** গলাচিপা পৌরসভা উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।