ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

কুমিল্লা সদরে জাল ভোট দেওয়ার অভিযোগে আরো ১ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, মার্চ ৬, ২০১৭
কুমিল্লা সদরে জাল ভোট দেওয়ার অভিযোগে আরো ১ জনের কারাদণ্ড জাল ভোট দেওয়ার অভিযোগে আরো ১ জনের কারাদণ্ড

কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে মো. রিপন (২৫) নামে আওয়ামী লীগের আরো এক সমর্থককে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে সদরের দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দিদার মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিন সুলতানা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত মো. রিপন সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিবিরবাজার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে আবুল হাসানাত চৌধুরী (২৬) নামে আওয়ামী লীগের এক সমর্থককে আটক করে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার।

জানা যায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।

এ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ভোটার ৯৫ হাজার ১৫৫ জন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।