ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দেশে অশুভ শক্তি চক্রান্ত করছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, মার্চ ৩, ২০১৭
দেশে অশুভ শক্তি চক্রান্ত করছে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

ঢাকা: এখনও এদেশে অশুভ শক্তি চক্রান্ত করছে। সুযোগ পেলে তারা অশান্তি সৃষ্টি করবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সব ধর্ম-বর্ণ-গোত্র ‍নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যায় পুরান ঢাকার জুবিলী স্কুল অ্যান্ড কলেজে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১২৯তম জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।  

অনুষ্ঠানের আয়োজন করে সৎসঙ্গ বাংলাদেশ, ঢাকা শাখা।

মন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মকে কলুষিত করতে জঙ্গিবাদের উত্থান হয়েছে’।

সবার সহযোগিতা চেয়ে নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ধৃত ব্রাত আদিত্য।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সূত্রাপুর আওয়ামী লীগের সভাপতি মো. সাহিদ ও বাংলাদেশে ভারতীয় কমিশনের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমআই/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।