ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ক্ষেতলাল আ’ লীগ সভাপতি খলিলুর আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৬, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ক্ষেতলাল আ’ লীগ সভাপতি খলিলুর আর নেই

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান আর নেই।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়।

খলিলুর রহমানের বাড়ি ক্ষেতলাল পৌর শহরের ভাশিলা মহল্লায়। তিনি ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।