ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

কৃষক দলের নেতার মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, ফেব্রুয়ারি ৮, ২০১৭
কৃষক দলের নেতার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মোজামের (৭০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে তিনি এ শোকবাণী জানান।

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মোজাম্মেল হক মোজাম বগুড়া জেলা কৃষক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন নেতা-কর্মীরা তা চিরদিন মনে রাখবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিলো প্রশংসনীয়।

বিজ্ঞপ্তিতে মোজাম্মেল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।