ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

মুন্সিগঞ্জে ছাত্রলীগের ৫টি শাখার কমিটি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, জানুয়ারি ২৬, ২০১৭
মুন্সিগঞ্জে ছাত্রলীগের ৫টি শাখার কমিটি স্থগিত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন মিরকাদিম পৌর, লৌহজং উপজেলা, শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর উপজেলা শাখা এবং মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কমিটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ছাত্রলীগের মূলনীতি থেকে সরে যাওয়ায় এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদেরকে বার বার পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেওয়া হলেও তারা তা করেনি।

তিনি আরও জানান, তাদেরকে শো’কজ করে এর জবাব যথাক্রমে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা ও ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা ছাত্রলীগের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
বিএসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।