ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধায় ১৪ দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, জুন ১৯, ২০১৬
গাইবান্ধায় ১৪ দলের মানববন্ধন

গাইবান্ধা: বিএনপি-জামায়াতের নৈরাজ্য, গুপ্তহত্যা, নাশকতা, জঙ্গিবাদের মদদ ও সহায়তার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে ১৪ দলের জেলা শাখা।

রোববার (১৯ জুন) দুপুরে গাইবান্ধা শহরের এক নম্বর ট্রাফিক মোড়ে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।