ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, মে ৩১, ২০১৬
নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালদী পৌরসভাধীন কালামেরকান্দী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নজরুল উপজেলার লক্ষ্মীবরদি এলাকার আবুল হোসেন টুকুর ছেলে। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের নেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে কালামেরকান্দী এলাকায় নজরুলসহ এলাকার ২০-২৫ জন যুবক তর্ক-বিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কালামেরকান্দী এলাকার যুবকেরা নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে পরে হাতুড়ি ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায়।

তৎক্ষণাৎ স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, নজরুলের বিরুদ্ধে নরসিংদীতে হত্যাসহ পাঁচটি মামলা ও আড়াইহাজার থানায় বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, কারা তাকে হত্যা করেছে সেটা তদন্ত চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।