ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মে ৩০, ২০১৬
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি কারাগারে

গাইবান্ধা: চলন্ত বাসে পেট্রোলবোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান বাবুর (৬৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মে) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।

এর আগে, দুপুর ১২টার দিকে আনিছুজ্জামান খান বাবু তার আইনজীবী হামিদ বেলালের মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

তিনি জানান, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ থেকে ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি বাস লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা শিশু ও নারীসহ আটজন মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আনিছুজ্জামান খান বাবু।

জেলা জজ আদালতের দায়িত্বে থাকা কোর্ট ইন্সপেক্টর এনামুল হক জানান, বিচারকের নির্দেশে আনিছুজ্জামান খান বাবুকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।