ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মে ৩০, ২০১৬
দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ ছবি: আনোয়ার হোসেন রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৩০ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগর জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর সোয়া ১২টায় খাবার বিতরণ শুরু করেন।



এখানে প্রায় ২শ’ দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এখান থেকে তিনি মোহাম্মাদপরের উদ্দ্যেশে রওনা দেন।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।