ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

শরীয়তপুরে দুই উপজেলায় আ’ লীগ ১২, স্বতন্ত্র ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, মে ২৮, ২০১৬
শরীয়তপুরে দুই উপজেলায় আ’ লীগ ১২, স্বতন্ত্র ৫

শরীয়তপুর: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগ ১২ ও স্বতন্ত্র ৫টিতে (আ’লীগ বিদ্রোহী) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে দুই উপজেলার ৬ ইউপিতে আওয়ামী লীগের ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগের শাহ আলম চৌকিদার (নৌকা), রাজনগরে আওয়ামী লীগের জাকির গাজি (নৌকা), ফতেজঙ্গপুরে খন্দকার আলী হোসেন (নৌকা), বিঝারীতে আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুর রাজ্জাক হাওলাদার (আনারস), ঘড়িসারে আওয়ামী লীগের আব্দুর রব বেপারী (নৌকা), চরআত্রায় আওয়ামী লীগ বিদ্রোহী সোহেল মুন্সী (আনারস), নওপাড়ায় আওয়ামী লীগের সেলিনা জামান (নৗকা), জাজিরা উপজেলার জয়নগরে আওয়ামী লীগ বিদ্রোহী ইসমাইল খান (আনারস), পূর্ব নাওডোবায় আওয়ামী লীগ বিদ্রোহী লাল চাঁন মাদবর (চশমা), পালের চরে আওয়ামী লীগ বিদ্রোহী মতিন বেপারী (আনারস) নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নড়িয়া উপজেলার ভোজেশ্বর নুরুল হক বেপারী, ডিঙ্গামানিক আনোয়ার হোসেন খান, ভুমখাড়া শাহজাহান দালাল, জপসা শওকত বয়াতি, চামটা গিয়াস উদ্দিন রাড়ি, জাজিরা উপজেলার বিলাসপুর আবু তাহের সরদার।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬ 
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।