ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, মে ২৬, ২০১৬
রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৩

রংপুর: রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলায় নাশকতা ও পেট্রোল বোমা হামলা মামলাসহ বিভিন্ন মামলার ৪৩ আসামিকে গ্রফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন জামায়াতের কর্মী রয়েছেন।

বুধবার (২৫ মে) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২৬ মে) ভোর পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামায়াত কর্মী হলেন মো. রাজা মিয়া (৪২)। তিনি মিঠাপুকুর থানার চূহড় গ্রামের মৃত নুর আলমের ছেলে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) মো. সাইফুর রহমার বাংলানিউজকে জানান, আসামিদের বৃহস্পতিবার সকালে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬

টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।