ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সেনবাগ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত টিপু মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, মে ২৫, ২০১৬
সেনবাগ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত টিপু মেয়র নির্বাচিত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু জাফর টিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৮৯০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু নাসের দুলাল ওরফে ভিপি দুলাল নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩০১৯ ভোট পেয়েছেন।

বুধবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টায় এ ফলাফল জানান জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

প্রসঙ্গত, সেনবাগ পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

**ছাগলনাইয়ায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।