ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

‘দুর্নীতি উপড়ে ফেলতে হবে’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, মে ২২, ২০১৬
‘দুর্নীতি উপড়ে ফেলতে হবে’

সাভার (ঢাকা): গণতন্ত্রের সুফল ও সমৃদ্ধ দেশ গড়তে জঙ্গিবাদ ও দুর্নীতিকে সমূলে উপড়ে ফেলতে হবে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে।



রোববার (২২ মে) সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ব্যাটেলিয়নের এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তিনি বলেন, তথ্য ও প্রযুক্তি খাতে উন্নয়ন ছাড়া উন্নত ও ডিজিটাল দেশ গড়া সম্ভব নয়। প্রযুক্তি সমন্বয় করে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবেই এগিয়ে যাবে বাংলাদেশ।

অনুষ্ঠানে ক্যাডেট কোর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২২, ২০১৬
এএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।