ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজশাহী কলেজ হোস্টেলে ছাত্রলীগের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, মে ১৭, ২০১৬
রাজশাহী কলেজ হোস্টেলে ছাত্রলীগের আগুন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: কর্মীকে মারধর করায় রাজশাহী কলেজের  দু’টি হোস্টেলে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৭ মে) বেলা সাড়ে ৩টার দিকে কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হোস্টেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে মারধর করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদল সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ।

পরে খবর পেয়ে শিক্ষার্থীরা আহত ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মারধরের বিষয়টি জানাজানি হলে বিকেলে ওই হোস্টেলে গিয়ে ছাত্রদল কর্মীদের না পেয়ে হোস্টেল দু’টির কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগর পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ দিকে দলের কর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।

সমাবেশে ছাত্রদল নেতা-কর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূর মোহাম্মদ সিয়াম বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ