ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, এপ্রিল ৩, ২০১৬
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (০৩ এপ্রিল) দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির ‍আয়োজন করে।

এতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জাফর উল্যা রাসেলের নেতৃত্বে  জেলা জজকোর্ট সড়ক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে শহরের বড় মসজিদ মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।  

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম কিরন, বিএনপি নেতা ভিপি জসিম, ভিপি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, সুধারাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল হক শেকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবিএম কলিম উল্যা, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা সামছুদ্দোহা মিঠু, নিজাম মধু, আজগর উদ্দিন দুখু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।