ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ফরিদপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মার্চ ৩০, ২০১৬
ফরিদপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের হয়।

শহরের চকবাজার থেকে মিছিলটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, ছাত্রদল নেতা সেলিম হোসেন, মোঃ ইউসুফ, গাজী মাহবুব।

বক্তারা অবিলম্বে বিএনপির নবনির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানান। সভার শেষ পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ