ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন-সমাবেশ

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, মার্চ ৩০, ২০১৬
বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
 
বুধবার (৩০ মার্চ) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।


 
জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, ধনঞ্জয় বর্মন, ওসমান গণি মুন, সুমি রায়, শহিদুল, রবিউল প্রমুখ।
 
কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা মহিলা ফোরামের আহ্বায়ক দিলরুবা নূরী।
 
সমাবেশে বক্তারা বলেন, দেশে অব্যাহতভাবে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলছে। ফলে মানুষের নিরাপত্তা বলে আর কিছুই থাকছে না। অবিলম্বে এসবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তাছাড়া প্রশাসনের যোগসাজশে অপরাধীরা অতীতের মতো এবারো পার পেয়ে যাবে। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে গণআন্দোলনের মাধ্যমে সরকার ও প্রশাসনকে বাধ্য করতে হবে। তাই সর্বস্তরের জনগণকে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।    
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমবিএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ