ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

কালিগঞ্জে আ’লীগ ৮, বিএনপির ২, জাতীয় পার্টি ১, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মার্চ ২৩, ২০১৬
কালিগঞ্জে আ’লীগ ৮, বিএনপির ২, জাতীয় পার্টি ১, স্বতন্ত্র ১

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৮জন, বিএনপির ২, জাতীয় পার্টির একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে স্ব-স্ব ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।



সূত্র মতে, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গাজী শওকত হোসেন, চাম্পাফুলে মোজাম্মেল হক, কৃষ্ণনগরে জাতীয় পার্টির মোশারফ হোসেন, মৌতলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইদ মেহেদী, মথুরেশপুরে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, দক্ষিণ শ্রীপুরে আওয়ামী লীগ প্রার্থী প্রশান্ত কুমার, নলতায় ইউনিয়নে বিএনপির প্রার্থী আজিজুর রহমান পাড়, বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শেখ রিয়াজ উদ্দিন, কুশলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শেখ মেহেদী হাসান, রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির নুর মোহাম্মদ ও তারালী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।