ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

সারিয়াকান্দির নিজবলাইল কেন্দ্রের ১ বুথের ভোটগ্রহণ পুনরায় শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, মার্চ ২২, ২০১৬
সারিয়াকান্দির নিজবলাইল কেন্দ্রের ১ বুথের ভোটগ্রহণ পুনরায় শুরু

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর  ইউনিয়নের নিজবলাইল কেন্দ্রের একটি বুথের ভোটগ্রহণ স্থগিত রাখার এক ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায়  ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ১০টার দিকে ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করেন  কেন্দ্রের প্রিজাডিং অফিসার মো. শাহিনুর ইসলাম।

তিনি জানান, ওই বুথে আওয়ামী লীগের এজেন্টরা ভোটারকে তাদের সামনে ব্যালট পেপারে সিল মারতে বলেন। এ নিয়ে এজেন্টদের সঙ্গে ভোটারদের কথা কাটাকাটি হয়। এ খবর পেয়ে ওই বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।