ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

মুক্তাগাছায় জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, মার্চ ১৯, ২০১৬
মুক্তাগাছায় জামায়াত নেতা গ্রেফতার মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও স্থানীয় তারাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) দুপুরে স্থানীয় খামারের বাজার এলাকায় একটি সালিশ বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়।



মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউজকে জানান, গ্রেফতার জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে ময়মনসিংহ ও মুক্তাগাছা থানায় সন্ত্রাস দমন আইনে দু’টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।