ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দেবিদ্বারে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, মার্চ ১৩, ২০১৬
দেবিদ্বারে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু জয়নাল আবেদিন

চান্দিনা(কুমিল্লা): দেবিদ্বার উপজেলার বড়কামতা এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১৩ মার্চ) সকাল ৮টায় দিকে তার মৃত্যু হয়।



বাংলানিউজকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চেয়ারম্যান প্রার্থীর প্রতিবেশী আবুল কালাম আদাজ।

তিনি বলেন, সকালে নিজ বাড়িতে নাস্তা করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কুমিল্লার ইস্টার্ন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ইউপি নির্বাচনে ওই এলাকায় মাত্র দু’জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন ছিলেন জয়নাল আবেদিন ও অপর জন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।