ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ঝালকাঠি জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক আফজাল বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, মার্চ ১২, ২০১৬
ঝালকাঠি জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক আফজাল বহিষ্কার আফজাল হোসেন

ঝালকাঠি: পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার জেরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আফজাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা আ’লীগের সভাপতি সরদার শাহ আলম ও সেক্রেটারি অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।



আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এতে  উল্লেখ্য করা হয়, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা দলীয় স্বার্থ ক্ষুন্ন করছে। এ ব্যাপারে বার বার কেন্দ্রীয় ও জেলা কমিটি আপনাকে নির্দেশ/অনুরোধ করছে। কিন্তু আপনি কর্ণপাত না করে দলীয় নির্দেশ অমান্য করে দলীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেই যাচ্ছেন। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা কমিটির সিদ্ধান্ত মতে আপনাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হইল।

এ ব্যাপারে আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ