ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

ইউপি নির্বাচন

ভোলা সদরে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী জহিরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, মার্চ ১০, ২০১৬
ভোলা সদরে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী জহিরুল

ভোলা: ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
 
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে শহরের জিয়া সুপার মার্কেটের ৩য় তলায় ভোলা রিপোর্টাস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে নৌকা আমারও প্রতীক। তাই নৌকা প্রতীকের বিজয়ের স্বার্থে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের নিদের্শে নির্বাচনী কার্যক্রম বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করছি। চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লালমিয়া তালুকদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর আল, মহসিন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ