ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বন্দরে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, মার্চ ৮, ২০১৬
বন্দরে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ১

নারায়ণগঞ্জ: একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখায় বন্দর থানা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বন্দর থানার মদনপুর হাইওয়ের সড়কে এ বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এসময় মো. সাইদুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশ।

আটক জামায়াত নেতা সাইদুর বন্দর বকুল দাসের বাগ তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি জামায়াতের রোকন। বর্তমানে কুমিল্লা চান্দিনা ইসলামিয়া মাদ্রসার শিক্ষক হিসেবে কর্মরত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কেন্দ্র করে জামায়াতের ২০/২৫ নেতাকর্মী মদনপুর হাইওয়ের সড়কে ঝটিকা মিছিল করার সময় মো. সাইদুর রহমানকে আটক করা হয়েছে।
তিনি জামায়াতের রোকন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।