ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

দুপুরে সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, ডিসেম্বর ২৯, ২০১৫
দুপুরে সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রতিনিধি দলটি ইসিতে যাবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
 
বুধবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠেয় পৌর নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রতিনিধি দলটি আলোচনা করবে বলে বাংলানিউজকে জানিয়েছেন দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

এদিকে বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইইউডি/এফবি/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।