ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, ডিসেম্বর ২৮, ২০১৫
আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার ফিরোজ হায়দার লাভলু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জজ আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত ফিরোজ হায়দার লাভলু জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এইচএম মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, ফিরোজ হায়দার লাভলুর নামে নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এদিকে, রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির ও বিএনপি কর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১০ জনকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ