ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ইশতিয়াক আহামেদ সাফায়েতের মৃত্যুতে ছাত্রদলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ডিসেম্বর ২৭, ২০১৫
ইশতিয়াক আহামেদ সাফায়েতের মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা: কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহামেদ সাফায়েতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার (২৭ ডিসেম্বর) বিএনপির ছাত্রসংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।


 
ছাত্রদল নেতাদ্বয় সাফায়েতের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
পৃথক বিবৃতিতে কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি উদযাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সারও গভীর শোক প্রকাশ করেন।
 
কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহামেদ সাফায়েত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। এসময় তার বয়স হয়েছিল ২৪ বছর।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ