ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএফইউজে একাংশের সম্মেলনে খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, ডিসেম্বর ২৭, ২০১৫
বিএফইউজে একাংশের সম্মেলনে খালেদা খালেদা জিয়া

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের (বিএনপিপন্থি) সম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।



এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে অনুষ্ঠানস্থলের উদ্দেশে বের হন খালেদা।

বিএনপিপন্থি হিসেবে পরিচিত বিএফইউজে-এর এই অংশের নেতৃত্বে আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।

তবে সম্মেলনে সভাপতিত্ব করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ।

বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী, এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই সিকদার, সাধারণ সম্প‍াদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ উপস্থিত আছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমএম/এমএ

** বিএনপিপন্থি বিএফইউজের একাংশের সম্মেলনে থাকছেন খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।