ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে আওয়ামী লীগের বিজয় র‌্যালি ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ডিসেম্বর ১৫, ২০১৫
ময়মনসিংহে আওয়ামী লীগের বিজয় র‌্যালি ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হওয়া বিজয় র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।



স্মরণকালের দীর্ঘ এ র‌্যালির নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু।

 র‌্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মি‍ল্কি টজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, যুবলীগ নেতা শাহিনুর রহমান প্রমুখ।

 র‌্যালিপূর্ব সমাবেশে মেয়র ইকরামুল হক টিটু বলেন, আমাদের সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বনির্ভর সোনার বাংলা গড়ে তোলার শপথ নিতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শান্তি দিতে এবং স্বনির্ভর সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে যাচ্ছে। বিজয়ের এ মাসে ষড়যন্ত্রকারীদের হাতকে ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আমাদের এ দেশের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।