ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে গিবসনের বিদায়ী সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ডিসেম্বর ১৩, ২০১৫
খালেদার সঙ্গে গিবসনের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার।

সাক্ষাৎ শেষে একঘণ্টা পর সন্ধ্যা ৭টায় সেখান থেকে ফেরেন তিনি।

খালেদা-গিবসনের বিদায়ী সাক্ষাতের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ঢাকায় দায়িত্বপালনকালে অসংখ্য বার খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবার্ট গিবসন। ৫ জানুয়ারি নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গুলশানের বাসায় খালেদা জিয়া অবরুদ্ধ হয়ে পড়লে ৩০ ডিসেম্বর বালুর ট্রাক টপকিয়ে প্রথম কূটনীতিক হিসেবে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন রবার্ট গিবসন।

এরপর ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে গুলশান কার্যালয়ে অবস্থান নিলে সেখানেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পশ্চিমা এই কূটনীতিক।

এছাড়া, কূটনীতিকদের সম্মানে বিএনপির চেয়ারপারসনের ইফতার পার্টি ও নিয়মিত সৌজন্য সাক্ষাতে বেশ কয়েকবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিদায়ী এই ব্রিটিশ হাই কমিশনার।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এজেড/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।