ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রোববার খালেদার সঙ্গে গিবসনের বিদায়ী সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ডিসেম্বর ১২, ২০১৫
রোববার খালেদার সঙ্গে গিবসনের বিদায়ী সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে রোববার (১৩ ডিসেম্বর) বিদায়ী স্বাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

এদিন সন্ধ্যা পৌনে ৭ টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় যাবেন তিনি।



শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

ঢাকায় দায়িত্বপালনকালে অসংখ্যবার খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবার্ট গিবসন। ৫ জানুয়ারি নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গুলশানের বাসায় খালেদা জিয়া অবরুদ্ধ হয়ে পড়লে ৩০ ডিসেম্বর বালুর ট্রাক টপকিয়ে প্রথম কূটনীতিক হিসেবে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন রবার্ট গিবসন।

এর পর ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে গুলশান কার‌্যালয়ে অবস্থান নিলে সেখানে গিয়েও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পশ্চিমা এই কূটনীতিক।

এছাড়া কূটনীতিকদের সম্মানে বিএনপির চেয়ারপারসনের ইফতার পার্টি ও নিয়মিত সৌজন্য সাক্ষাতে অসংখ্যবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ