ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনা মহানগর বিএনপি সভাপতি মঞ্জু জামিনে মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, ডিসেম্বর ১০, ২০১৫
খুলনা মহানগর বিএনপি সভাপতি মঞ্জু জামিনে মুক্ত নজরুল ইসলাম মঞ্জু

খুলনা: খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ১৭ দিন কারাভোগের পর খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।



জেল গেট থেকে দলের নেতাকর্মীরা মিছিল করে তাকে মহানগরীর মিয়াপাড়ার বাসভবনে পৌঁছে দেন।

আদালত ও দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বরে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নগরীর পিটিআই মোড়ে একটি বাস ভাংচুরের ঘটনায় নজরুল ইসলাম মঞ্জুসহ দলের নেতাকর্মীদের অভিযুক্ত করে পুলিশ মামলা করে। ওই মামলায় তিনি ২৩ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। এরপর তার পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। গত ০৮ ডিসেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র খুলনা জেলা করাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার তিনি মুক্তি পান।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমআরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।