ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ধুনটে আ’লীগ কর্মী হত্যা মামলায় গ্রেফতার ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, ডিসেম্বর ৯, ২০১৫
ধুনটে আ’লীগ কর্মী হত্যা মামলায় গ্রেফতার ২

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা থেকে ডাবলু মিয়া নামে আওয়ামী লীগের এক কর্মীকে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলার মাজবাড়ি গ্রামের হবিবুর রহমানের ছেলে তৈয়বর রহমান (৪০) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে আল মামুন হিরো (২২)।

বগুড়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মাজবাড়ী গ্রামের দেলবার হোসেন প্রামাণিকের ছেলে ডাবলু মিয়া। চলতি বছরের ৮ জুন (সোমবার) দুপুরে সোনাহাটা বাজারে একটি চায়ের দোকন থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন ডাবলু। পথে সোনাহাটা বাজারে গাক নামে একটি এনজিওর কার্যালয়ের সামনে এলে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে মিঠু প্রামাণিক বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তৈয়বর ও হিরোকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ