ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে দেখা করলেন নিখোঁজ ছাত্রদল নেতার পরিবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, ডিসেম্বর ৬, ২০১৫
খালেদার সঙ্গে দেখা করলেন নিখোঁজ ছাত্রদল নেতার পরিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন নিখোঁজ ছাত্রদল নেতা নিজামুদ্দিন মুন্নার পরিবারের সদস্যরা।

রোববার (০৬ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদার সঙ্গে দেখা করেন তারা।



এ সময় খালেদা জিয়ার কাছে ছেলের নিখোঁজ হওয়ার কথা বলে কান্নায় ভেঙে পড়েন মুন্নার মা-বাবা। খালেদাও তাদের সান্ত্বনা দেন।

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুন্না গত বছরের ডিসেম্বরে নিখোঁজ হন। তার পরিবারের দাবি, মুন্নাকে গুম করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।