ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, ডিসেম্বর ৬, ২০১৫
খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিএনপি ও দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এমপি।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।



তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে গিয়ে তারেককে নিয়ে অনেক কুটনীতিকদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এক সময় হাসিনার অধীনে নির্বাচন না করার কথা বলেছিলেন। তবে এখন নিবার্চন করছেন।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, নির্বাচনের মাঠে থেকে আপনার জনপ্রিয়তা যাচাই করুন।

স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার ব্যাপারে মন্ত্রী বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার থেকে আমরাও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম। এতে অনেকের মধ্যে বক্তব্য রাখেন- সভার বিশেষ অতিথি নোয়াখালী-চার (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।