ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ৫, ২০১৫
সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ছবি: প্রতীকী

সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। দীর্ঘ ১৫ মাস পর শুক্রবার (০৪ ডিসেম্বর) রাতে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।



সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বাংলানিউজকে এ জানিয়ে বলেন, অনুমোদিত কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন ১৯ জন, যুগ্ম সম্পাদক পদে পাঁচজন, সাংগঠনিক সম্পাদক পদে সাতজন, বিভিন্ন সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে ২৩ জন করে, সহ-সম্পাদক ১৫ জন এবং ও জন সদস্য রয়েছেন।

গত বছরের ৮ সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয়, সেই কমিটির দুই যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় কুমার বহিষ্কার হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে অন্য দু’জনকে যুগ্ম সম্পাদক পদে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।