ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

আইএস-এর নামে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, নভেম্বর ৩০, ২০১৫
আইএস-এর নামে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইএস-এর নামে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম।
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম , এসহসানুল হক এবং স্বাধীনতা ফোরামের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেন।

শামসুল হক টুকু বলেন, ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ ‍হাসিনাকে উৎখাত করতে চায়। তাকে হত্যার করার ষড়যন্ত্র করছে তারা। সেই  ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশি বিদেশি হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র সন্ত্রাসী গোষ্ঠী  বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে।

এদেরকে প্রতিহত করতে সকল দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
 
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএম/এসএ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।