ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, নভেম্বর ২০, ২০১৫
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় আহত চৌগাছা জামায়াতের রোকন ওহিদুল ইসলাম (৫৫) মারা গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



তিনি চৌগাছা উপজেলার বর্ণি গ্রামের বাসিন্দা। জামায়াতের রোকন ও সুখপুকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি।

চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোরশেদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এরপর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মরদেহ বাড়ি পৌঁছালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।