ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

তারেকের জন্মদিনে কেককাটার অনুষ্ঠান বাতিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, নভেম্বর ১৯, ২০১৫
তারেকের জন্মদিনে কেককাটার অনুষ্ঠান বাতিল

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় কেককাটার অনুষ্ঠান অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপনের কর্মসূচি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। তবে, শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিটি যথারীতি অনুষ্ঠিত হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হবে।

এছাড়া, সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কেবল দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।