ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

শ্রীপুরে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, নভেম্বর ১৯, ২০১৫
শ্রীপুরে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল করেছে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মাওনা চৌরাস্তা এলাকায় মিছিল করে তারা।

মিছিলটি মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উভয় পাশ প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
 
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুছ ছালাম মোল্লা, শ্রীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, শাহাদাত হোসেন রানা, মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান সোহেল, সাধারণ সম্পাদক একরামুল হক রনি, সাংগঠনিক সম্পাদক শাহীন মোড়ল, শাহরিয়ার আলম সুমন, মো. শিশির প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।