ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে হরতালের প্রভাব নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, নভেম্বর ১৯, ২০১৫
ময়মনসিংহে হরতালের প্রভাব নেই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে, জামায়াতের ডাকা হরতালে ময়মনসিংহে কোনো প্রভাব পড়েনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকেই নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী বা পিকেটারকে রাজপথে দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, হরতালে ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ও ময়মনসিংহ-ঢাকাসহ বিভিন্ন রেলপথে যান ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ প্রায় প্রতিটি এলাকা।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম জানান, গোটা নগরীকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।