ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

চাঁদপুরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, নভেম্বর ১৯, ২০১৫
চাঁদপুরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

চাঁদপুর: জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল সন্ধ্যা হরতালে চাঁদপুরে কোথায় জামায়াত-শিবির নেতাকর্মীদের দেখা যায়নি।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে কচুয়া, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।



আটক নেতাকর্মীরা হলেন-কচুয়ার মাহবুব আলম (৩২), মনির হোসেন (৩৪), মতলব দক্ষিণের দুলাল খান (৫৫), মো. সুমন (২৪) ও হাজীগঞ্জ উপজেলার মো. শাহজাহান (৩০)।

শহরের কোথাও জামায়াত-শিবিরের নেতাকর্মী দেখা যায়নি। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত ও দোকান-পাট। সকাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ।

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলনিউজকে জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।