ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

মাগুরায় জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, নভেম্বর ১৮, ২০১৫
মাগুরায় জামায়াত নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

মাগুরা: নাশকতার মামলায় মাগুরার শালিখা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে জানান, তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বিকেল ৪টার দিকে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডে বকসী মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন কয়েক শিবির কর্মী।

এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে আলতাফ হোসেন নামে এক কর্মীকে ধরে থানায় সোপর্দ করেন। আলতাফ হোসেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ