ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

সিংড়া উপজেলা নির্বাচনে আ.লীগের প্রার্থী জয়ী

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, নভেম্বর ১১, ২০১৫
সিংড়া উপজেলা নির্বাচনে আ.লীগের প্রার্থী জয়ী

নাটোর: নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে  উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক বিজয়ী হয়েছেন।

দোয়াত-কলম প্রতীকে তিনি পান ৯৪ হাজার ৭৫৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফয়জুন নেছা আনারস প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৮৪৮ ভোট।

এছাড়া  ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান মিজান ঘোড়া প্রতীকে ১০ হাজার ৪৩৭ ভোট ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আজিজুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা সরকার মো. আশরাফুল আলম ফলাফল ঘোষণা করেন। এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ২৩ আগস্ট উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ