ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

সেতাবগঞ্জ পৌর বিএনপির নির্বাচনী তফসিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩০, নভেম্বর ১১, ২০১৫
সেতাবগঞ্জ পৌর বিএনপির নির্বাচনী তফসিল

দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার সময় এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান সেতাবগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলের নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আফছার আলী চৌধুরী প্রধান।



প্রধান নির্বাচন কমিশনার মো. আফছার আলী চৌধুরী প্রধান বাংলানিউজকে বলেন, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদ তিনটি হলো সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে।

নির্বাচনে সেতাবগঞ্জ পৌর এলাকার নয়টি ওয়ার্ড কমিটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা বিএনপি কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমার শেষ সময়। ঐ দিনই প্রার্থীর মনোনয়ন বাছাই, প্রার্থীর খসড়া প্রকাশ, আপত্তি গ্রহন ও শুনানি হবে। শুক্রবার (১৩ নভেম্বর) প্রতীক বরাদ্দ ও শনিবার (১৪ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ। পরে আগামী বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলা বিএনপি কার্যালযে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ