ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নূর হোসেন চত্বরে ছাত্রদলের শ্রদ্ধা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, নভেম্বর ১০, ২০১৫
নূর হোসেন চত্বরে ছাত্রদলের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতা-কর্মীরা।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শীর্ষক স্লোগানে রাজপথের মিছিলে যোগ দেন নূর হোসেন।

জিরো পয়েন্ট এল‍াকায় পৌঁছালে মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। গুলিতে শহীদ হন নূর হোসেন। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে।

এ সময় ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, নাজমুল হাসান, মনিরুজ্জামান রেজিন, নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, জহিরুল ইসলাম বিপ্লব, মো. কামাল হোসেন খান, মনিরা আক্তার রিক্তা যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিয়া মো. রাসেল, আবদুল করিম সরকার, মফিজুর রহমান আশিক, মামুন হোসেন ভূঁইয়া, সামসুল আলম রানা, কাজী মুক্তার হোসেন, শওকত আরা উর্মি, মেহবুব মাসুম শান্ত, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, আরিফ মো. ফরহাদ, আরিফা সুলতানা রুমা, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, মানবাধিকার সম্পাদক আব্দুল আজিজ রুমি, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব রাজু, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ