ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে ২ ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, নভেম্বর ৯, ২০১৫
সিলেটে ২ ছাত্রদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে ছয় মামলার পলাতক আসামি সাবেক দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে নগরের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- নগরের ৭নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নগরীর বনকলাপাড়া নূরানী আবাসিক এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে জামাল আহমদ এবং সাবেক মহানগর ছাত্রদল নেতা ও একই এলাকার ডা. আব্দুল মোক্তাদিরের ছেলে এমাদ উদ্দিন চৌধুরী।  

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ছিনতাইসহ কমপক্ষে ৬টি মামলা আছে।

 গ্রেফতার দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়‍া হবে বলে জানান ওসি সোহেল।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এনইউ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।