ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

তিন মামলায় শওকত মাহমুদের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, নভেম্বর ৯, ২০১৫
তিন মামলায় শওকত মাহমুদের জামিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
 
সোমবার (০৯ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।


 
সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের জানুয়ারি মাসের ৯ তারিখে রমনা থানায় ২টি ও ৩০ তারিখে খিলগাঁও থানায় ১ মামলা দায়ের করে পুলিশ।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরশেদ আল মামুন।

গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।